• শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

ট্রেনের টিকিট কালোবাজারির সময় গ্রেপ্তার সহজ কর্মকর্তা চাকরিচ্যুত

প্রকাশ:  ২৮ এপ্রিল ২০২২, ০৯:৪০ | আপডেট : ২৮ এপ্রিল ২০২২, ০৯:৪৪
নিজস্ব প্রতিবেদক

ঈদযাত্রার ট্রেনের টি‌কিট কা‌লোবাজা‌রির অ‌ভি‌যো‌গে টি‌কিট বি‌ক্রির দা‌য়ি‌ত্বে থাকা সহজ লি‌মি‌টে‌ডের সিস্টেম ইঞ্জিনিয়ার মো. রেজাউল করিম রাজাকে কমলাপুর স্টেশ‌নের সার্ভার রুম থে‌কে গ্রেপ্তার ক‌রে‌ছে র‌্যাব। এ ঘটনায় তাকে চাকরিচ্যুত করেছে বলে জানিয়েছে সহজ কর্তৃপক্ষ।

বুধবার (২৭ এপ্রিল) রাতে এক বিজ্ঞপ্তিতে সিস্টেম ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত রাজাকে গ্রেপ্তারের পর চাকরিচ্যুত করা হয়েছে বলে জানিয়েছে সহজ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, টিকিট কালোবাজারির অভিযোগে কমলাপুর রেলস্টেশন থেকে র‍্যাবের হাতে আটক রেজাউল করিম রেজা সহজ-সিনেসিস-ভিনসেন জেভির নিয়োগ করা একজন সিস্টেম ইঞ্জিনিয়ার। এ অপ্রীতিকর ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে সহজ। অভিযুক্তকে চাকরিচ্যুত করা হয়েছে। তার বিরুদ্ধে টিকিট কালোবাজারির মতো ঘৃণ্য অপরাধ ও প্রতিষ্ঠানের মানহানির অভিযোগে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এতে আরও বলা হয়, রেজাউল করিম কয়েক বছর ধরে রেলওয়ের টিকিট বিক্রয় পরিচালনার কাজে নিয়োজিত ছিলেন। রেল ব্যবস্থাপনার কাজ সুষ্ঠু ও অভিজ্ঞ কর্মী দ্বারা পরিচালনার লক্ষ্যে গত ২১ মার্চ তাকে নিয়োগ দেওয়া হয়েছিল। ভবিষ্যতে এমন কোনো ঘটনার পুনরাবৃত্তি হলে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করবে সহজ।

তবে সহজের ওই সিস্টেম ইঞ্জিনিয়ার রেজাউল করিম রেজাকে গ্রেপ্তারের বিষয়ে র‍্যাব আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

পূর্বপশ্চিম/এনএন

চাকরিচ্যুত,সহজ,ট্রেন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close